বগুড়ায় সাংবাদিকদের পিআইবি ডিজি
নিজে দুর্নীতিমুক্ত থাকতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে
ডেল্টা টাইমস ডেস্ক:
|
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, নিজে দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি বলেন, মিডিয়া ছাড়া কোনো ফ্যাসিবাদই বেশিদিন টিকতে পারে না। অনেক মিডিয়া ফ্যাসিবাদী সরকারকে সমর্থন দিয়ে টিকিয়ে থাকতে সহায়তা করেছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের যেমন নিজে দুর্নীতিমুক্ত থাকতে হবে; তেমনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের দেশে অনেক ক্ষেত্রে এসবের ব্যত্যয় ঘটে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সাংবাদিকদের নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। শুক্রবার বগুড়া ওয়াইএমসিএ মিলনায়তনে আয়োজিত তিনদিনের ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফারুক ওয়াসিফ বলেন, শাসকরা দুর্নীতি অন্যায় অবিচার করলে জনগণ শাসকদের বদলে দেয় অথচ ব্যতিক্রম হয়েছে আমাদের দেশে। এখানে শাসকরাই জনগণকে বদলে দিয়েছিল। দীর্ঘদিন ক্ষমতায় থাকতে ফ্যাসিবাদী শাসকরাই এসব কাজ করে থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, সে স্পিরিট সাংবাদিকদের ধরে রাখতে হবে। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের জন্য ভূমিকা রাখতে হবে। গঠনমূলক সমালোচনা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাশ, সাধারণ সম্পাদক আবু সাইদ, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রাহাত আহম্মেদ রিটু প্রমুখ। প্রশিক্ষণে ৩২ জন সাংবাদিক অংশ নেন। পরে সবার মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |