কওমি সনদের বাস্তবায়ন ও নেসাব সংস্করণ নিয়ে ভাব বিনিময় সভা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
‘কওমি সনদের বাস্তবায়ন ও নেসাব সংস্কার বিষয়ক পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। কওমি মাদরাসার চলমান পাঠ্যসূচির যুগোপোযোগী সংস্কার ও কওমি সনদের কার্যকরিতা বাস্তবায়নে এই সেমিনারের আয়োজন করা হয়। তরুণদের বুদ্ধিবৃত্তিক প্লাটফর্ম ‘আমাদের চিন্তা’ ভাব বিনিময় ও চিন্তার আদান প্রদানের উদ্দেশ্যে এই সেমিনারের আয়োজন করে। রাজধানীর পল্টন টাওয়ারে শুক্রবার (১ নভেম্বর) এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমাদের চিন্তার’ আহ্বায়ক আনীসুল মুরসালীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য রাখেন— শিক্ষাবিদ মাওলানা আব্দুল গাফফার, মাওলানা মহিউদ্দীন ফারুকী, মুফতি আব্দুল্লাহ মাসুম, চিন্তক ও আলেম মানজুরুল হক, এক্টিভিস্ট আশরাফ মাহদী, শিক্ষক ও লেখক সাবের চৌধুরী, আস সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াহ কোর্সের কো অর্ডিনেটর খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ প্রমুখ। কিফায়াতুল্লাহ বিন সাইফের সঞ্চালনায় বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজন শেষ হয় রাত ৮ টায়। ‘আমাদের চিন্তার’ মুখ্য সদস্য জাওয়াদ আহমাদ সমাপনী বক্তব্য রাখেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |