ক্ষমতায় গেলে গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি কমলার
আন্তর্জাতিক ডেস্ক:
|
মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পর এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মুখেও শোনা গেল গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি। সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের প্রতি সমর্থনের জন্য মিশিগানে আরব আমেরিকান ভোটারদের কমলার ওপর ক্ষোভ ছিল। তাদের ভোট নিজের থলিতে আনতে শেষ মুহূর্তে সুর বদলালেন কমলা। রোববার মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশে কমলা বলেন, গাজা যুদ্ধ ধ্বংসাত্মক। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে গাজা যুদ্ধ বন্ধে সবকিছু করব। তিনি বলেন, জিম্মিদের ফিরিয়ে আনতে, গাজার দুর্ভোগের অবসান ঘটাতে, ইসরাইলের নিরাপত্তা এবং ফিলিস্তিনি জনগণ যেন তাদের মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার উপলব্ধি করতে পারে তা নিশ্চিতে কাজ করব। যদিও এর আগে কমলা বলেছিলেন, ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার’ আছে। একইসঙ্গে গাজা যুদ্ধের অবসানও চেয়েছেন তিনি। এদিকে, আগামীকাল ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এদিন ভোটাররা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তবে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মধ্যে কার জয়ের সম্ভাবনা বেশি, তা যাচাইয়ে নিয়মিত জনমত জরিপ হয়। সর্বশেষ জাতীয়ভাবে ভোটারদের নিয়ে যেসব জরিপ হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে গড়ে ট্রাম্পের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে আছেন কমলা। জরিপে রোববার পর্যন্ত কমলা হ্যারিসের পক্ষে সমর্থন ৪৮ শতাংশের। আর ট্রাম্পের সমর্থন ৪৭ শতাংশ। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |