মুজিব বর্ষের খরচ তালিকা করা হবে: প্রেস সচিব
ডেল্টা টাইমস ডেস্ক:
|
মুজিব বর্ষে কী কী কাজ হয়েছে এবং এতে কত টাকা খরচ হয়েছে তার তালিকা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকের নেওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘বহুল আলোচিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এরফলে মত প্রকাশের কারণে যেসব মামলা হয়েছে তা বাতিল করা হবে। তবে, অর্থনৈতিক লেনদেনের নিরাপত্তা ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে হবে আলাদা আইন।’ শফিকুল আলম বলেন, ‘ধূমপান এ তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন -এর জন্য একটি কমিটি করা হয়েছে অর্থ উপদেষ্টার নেতৃত্বে। আইনের খসড়া পুনমার্জন করে উপদেষ্টা পরিষদে আবার উপস্থাপন করবে কমিটি।’ এসময় তিনি জানান, এসেন্সিয়াল ড্রাগসের তালিকা আপডেট করা হচ্ছে। একটি টাস্কফোর্স হবে। সব স্টেকহোল্ডার নিয়ে বসে আলোচনা করবেন। দাম নির্ধারণ নিয়েও কথা হবে। প্রেস সচিব বলেন, ‘ব্যাংকিং কার্যক্রম যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে তার চেয়ে এখন অবস্থা ভাল, কিছু ব্যাংকের অপরিপক্কতার কারণে কিছুটা ঝামেলা হচ্ছে। তবে মূল্যস্ফীতি কমিয়ে আনতে চেষ্টা চলছে, দ্রব্যমূল্য কমিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।’ ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |