হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
|
কুমিল্লার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নবেম্বর) বিকালে হোমনা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা হোমনা বাসস্ট্যান্ডে এসে জমায়েত হয়। পরে এখান থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষণ শেষে বাসস্ট্যান্ডে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাম্মেল হক মুকুল,পৌর বিএনপির আহবায়ক মো. ছানাউল্লাহ সরকার, সদস্য সচিব মো. নজরুল ইসলাম। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. জাকির হাসান, মো. সাইদুল হাসান শাহিন, সাইফুল ইসলাম রাজা, শাহআলম হিমেল ,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক হাজী আবদুল লতিফ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অহিদুজ্জামান মোল্লা, শ্রমিক দলের আহবায়ক মনিরুল হক সরকার, যুব দলের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম প্রমুখ। ডেল্টা টাইমস/আল্ আমিন/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |