ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই মুশফিক
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গেল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ব্যাটিং ধসের মুখে হারতে হয়েছে টাইগারদের। এরপরই এসেছে আরও এক অস্বস্তির খবর। ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। আর এই চোটের কবলে পড়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। এবার তাকে নিয়ে জানা গেল আরও এক খারাপ খবর। চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (২২ নভেম্বর) শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও থাকছেন না মুশফিক। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আজ শুক্রবার এমনটি জানিয়েছেন জাতীয় দলের এক নির্বাচক। মুশফিকের চোট নিয়ে ক্রিকবাজকে সেই নির্বাচক বলেন, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে। ক্যারিবীয় ট্যুরে টেস্ট ছাড়াও তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। যার শুরুটা হবে টেস্ট সিরিজ দিয়ে। সুস্থ হয়ে উঠলে ওয়ানডেতে খেলতে পারেন মুশফিক। ডেল্টা টাইমস্/ এমকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |