আসিফ নজরুলকে হেনস্থাকারী কাউকে ছাড়া হবে না: প্রিন্স মাহমুদ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে হেনস্থাকারী কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। একই কথা বলেছেন আরেক গীতিকার লতিফুল ইসলাম শিবলী। প্রিন্স মাহমুদ বলেন,। আসিফ নজরুল ভাইকে এয়ারপোর্টে হেনস্তাকারী কাউকে ছাড়া হবে না । প্রবাসীরা যারা সুইজারল্যান্ডে আছেন এদেরকে খুঁজে বের করেন। এদের নাম ঠিকানা পরিচয় প্রকাশ করেন। বাংলাদেশে কোথায় এই গণহত্যাকারীর দোসরেরা থাকেন ঠিকানা বের করেন। তিনি বলেন, আসিফ ভাই চাইলে আগের আওয়ামী ফ্যাসিস্ট মতো দেশের টাকা লুটপাট করে ১০০জনের লট বহর নিয়ে বিদেশে সফর করতে পারতেন, সেটা না করে তার মতো একজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সাধারণ সিটিজেনদের মতো একা বিদেশ সফর করে উদাহরণ সৃষ্টি করলেন। জনপ্রিয় সুরকার বলেন, আসিফ ভাইকে একা পেয়ে আওয়ামী কাপুরুষরা যা করেছে, তাদের নিশ্চয়ই মনে আছে, তাদের খুনি নেত্রী বিদেশ সফরে গেলে জনতার প্রতিবাদের ভয়ে শত দেহরক্ষী ও স্তাবক চামচা পরিবেষ্টিত হয়েও হোটেলের পেছনের দরজা দিয়ে চলাফেরা করতে হতো। আসিফ নজরুল ভাই, ভালো মানুষদের এমনই হয়। আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী দুষ্কৃতিকারীদের আচরণ শিষ্টাচার বহির্ভূতআসিফ নজরুলের সঙ্গে আওয়ামী দুষ্কৃতিকারীদের আচরণ শিষ্টাচার বহির্ভূত প্রিন্স মাহমুদ বলেন,আপনি এভাবেই বিদেশ সফর করবেন, আর মনে রাখবেন, আপনি একা না, কিছু আওয়ামী দুর্বৃত্ত ছাড়া পুরো দেশ দাঁড়িয়ে আছে আপনার পাশে। গণহত্যাকারী স্বৈরাচারী বরাহ শাবকদের কঠিন শাস্তি নিশ্চিত করা জরুরি। এদের প্রতি দরদ দেখাবেন এদের নিকটজনেরা দেশের বাইরে এরকম আচরণ করতে থাকবে। স্বৈরাচারের দোসরদের ছাড় দেওয়ার ওসিয়ত নামাটা পাওয়া গেল। একই পোস্ট গীতিকার ও নজরুল ইনস্টিটিউটের পরিচালক লতিফুল ইসলাম শিবলীও দিয়েছেন। প্রিন্স মাহমুদ সেই পোস্ট থেকে নিজে এই পোস্ট করেছেন। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |