বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটি
সভাপতি নিয়ে নতুন নির্দেশনা দিলো শিক্ষা মন্ত্রণালয়
ডেল্টা টাইমস ডেস্ক:
|
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং ও ম্যানেজিং কমিটি ভেঙে দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রায় তিন মাস কমিটি বিহীন থাকায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যা সমাধানে গত ১৮ নভেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) এডহক কমিটি গঠনের জন্য নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। সেই নির্দেশনা কিছু পরিবর্তন এনেছে মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটিরর সভাপতি পদে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও তার মনোনীত অন্যূন ৯ম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে একজন প্রতিনিধির কথা বলা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন বিষয়ে গত ২০ আগস্টের জারি করা প্রজ্ঞাপনের (ক) অনুচ্ছেদের শেষাংশের ‘উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকাকে’ এবং ‘শব্দগুলো’ নিম্নোক্ত শব্দাবলি দিয়ে প্রতিস্থাপন করা হলো। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |