৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
ডেল্টা টাইমস ডেস্ক:
|
নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ের ভেতরে এ কর্মসূচি পালন করেন তারা। সকালে নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সচিবালয়ে প্রবেশে সবগুলো পথ বন্ধ রাখা হয়। এ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হতে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর দেয়া কর্মচারীগণকে চাকরিতে পুনর্বহাল, দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে জাতীয় পে-কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করাসহ নয় দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সকালে সংযুক্ত পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ৬নং ভবনের সামনে সমবেত হয়ে নয় দফা দাবিতে বিক্ষোভ করেন। বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দিতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে কর্মকর্তা কর্মচারীরা একটি মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। এ সময় সচিবালয়ের প্রবেশ পথগুলো বন্ধ করে দেয়া হয়, নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর পরিষদের নয় দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, পূর্বের ন্যায় শতভাগ পেনশন ও গ্র্যাচুইটির হার ৪০০ টাকা বাড়ানো, সকল স্তরের কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় টাইম স্কেল চালু করা, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা ৫ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, সচিবালয় কর্মচারীদের জন্য ভাতা ও রেশনিং প্রথা চালু করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |