শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

দিপীকার মা হওয়ার ইঙ্গিত দিলেন রণবীর!
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৭ অক্টোবর, ২০২১, ৬:৫৮ পিএম | অনলাইন সংস্করণ

অভিনেত্রী দিপীকা পাড়ুকনের মা হওয়ার ইঙ্গিত দিয়েছেন তার স্বামী রণবীর সিংহ। ‘দ্য বিগ পিকচার’-এর প্রোমো ভিডিওতে তিনি ওই ইঙ্গিত দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, সন্তানের নাম কী রাখবেন, এখনই নাকি ভেবে ফেলেছেন অভিনেতা রণবীর সিংহ। এমনটাই বলতে শোনা গেল তাকে। তিনি দীপিকার ছোট সময়ে ছবির মতো মিষ্টি মেয়ে চান বলে জানান। 

আন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শনিবারই এই অনুষ্ঠানের সঞ্চালনার হাত ধরে ছোটপর্দায় অভিষেক হয়ে গিয়েছে রণবীরের।
৫ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিও। ‘রামলীলা’-র রাম ঢুকছেন সেই ছবিরই গানের তালে পা মিলিয়ে। তারপর একেবারে ফিল্মি কায়দায় ডেকে নিলেন ওই পর্বের প্রতিযোগী অভয় সিংহকে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা অভয়ের সঙ্গে কথাবার্তার ফাঁকেই ফাঁস করলেন পিতা হওয়ার সুপ্ত বাসনার কথা।

রণবীরের নিজের কথায়, ‘‘আপনারা তো জানেনই যে আমার বিয়ে হয়ে গিয়েছে, এবং আর ২-৩ বছরের মধ্যেই বাচ্চাও হয়ে যাবে।’’

এর পরেই অভয়ের উদ্দেশে বলেন, ‘‘ভাই, আপনার বৌদি (দীপিকা) ছোটবেলায় এত মিষ্টি ছিল না... আমি তো রোজ ওর ছোটবেলার ছবি দেখে ওকে বলি, ঠিক এমনই কাউকে এনে দাও আমায়।’’ 
বাচ্চার সম্ভাব্য নামের তালিকাও বানিয়ে ফেলেছেন। অকপটে স্বীকার করলেন সে কথাও।
মজার ছলে রণবীর অভয়কে বলেন যে তার গোঁফ দেখে রীতিমতো ঈর্ষা হচ্ছে অভিনেতার। ‘রামলীলা’ (২০১৩) করার সময়ে একই রকম গোঁফ ছিল রণবীরের। সেই গোঁফে মাঝেমধ্যেই তা দিয়ে বেশ সুখও হত, বলছেন রণবীর। 

অভয় অবশ্য জানালেন, এমন গোঁফ রাখার অনুপ্রেরণা রণবীরের থেকেই পেয়েছেন তিনি।



ডেল্টা টাইমস্/সিআর/আরকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com