সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
নভোএয়ারের চাকা বেঁকে যাওয়া বিমান রানওয়ে থেকে সরানোর পর সৈয়দপুর বিমানবন্দরে স্বাভাবিক হয়েছে বিমান চলাচল। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল আটটা থেকে এই বিমান চলাচল স্বাভাবিক হয়। আগের দিন বুধবার সন্ধ্যা থেকে ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি উড়োজাহাজ সৈয়দপুর বিমান বন্দরে অবতরণের পর সামনের চাকা বেঁকে যায় রানওয়েতে। এর ফলে বিমান চলাচল বন্ধ থাকে গত রাতে। ভিকিউ-৯৬৭ উড়োজাহাজটি ৬৭ যাত্রী নিয়ে সৈয়দপুরে আসে। তবে তারা অক্ষত ছিলেন। ঘটনার পর বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ সৈয়দপুরে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। নভোএয়ারের সৈয়দপুর বিমান বন্দর নিয়ন্ত্রক মোহাম্মদ শাওন জাহান, নভোএয়ারের ফিরতি ঢাকাগামী যাত্রীদের টিকিট বাতিল করা হয়। তাদের রিফান্ডের প্রক্রিয়া চলছে। সকাল থেকে আবারও সব বিমান উঠানামা শুরু হয়েছে। সৈয়দপুর বিমান বন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার জানান, রাত দেড়টার দিকে রানওয়ে স্বাভাবিক হয় এবং নভোএয়ারের উড়োজাহাজটি বিমানবন্দরে রাখা হয়। বৃহস্পতিবার সকাল আটটা থেকে সকল বিমান ওঠানামা শুরু হয়। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |