বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১

মেসি-এমবাপেদের রুখে দিল নিস
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ১২:০১ পিএম | অনলাইন সংস্করণ

ফ্রেঞ্চ লিগ ওয়ানে উড়তে থাকা প্যারিস সেন্ত জার্মেইকে (পিএসজি) রুখে দিয়েছে নিস। বুধবার দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটি। লিগে এটা পিএসজির দ্বিতীয় ড্র। অন্যদিকে নিসের চতুর্থ।

এই ড্রয়ে ১৬ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন মেসি-ডি মারিয়ারা। সমান ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নিস। ১৫ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্শেলি।

ঘরের মাঠে পিএসজি অবশ্য দ্যুতি ছড়াতে পারেনি। এই ম্যাচে নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি ও কালিয়ান এমবাপেরা। তাতে ম্যাচেও কোনো ফল বেরোয়নি। ম্যাড়ম্যাড়ে ম্যাচে একমাত্র ক্লিয়ার কাট গোলের সুযোগটি পেয়েছিলেন নিসের কাসপার ডলবার্গ। তিনি অবশ্য ভাগ্যের শিকে ছিড়তে পারেননি। তার নেওয়া শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে।

তাতে গোলশূন্য ভিন্ন অন্য কোনো ফল হয় না ম্যাচে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।


ডেল্টা টাইমস্/সিআর/আরকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com