আহামেদ বাওয়ানী স্কুলের ক্লাসরুমে মিলল নারীর মরদেহ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
রাজধানীর পুরান ঢাকার বংশালের আরমানিটোলার আহামেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহত নারীর নাম মোছা পারভীন বেগম (৪৭)। মরদে উদ্ধারের সময় তার মুখ রক্তাক্ত ছিল। এছাড়া তার পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ট) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও পুলিশ জানায়। বংশাল থানার উপ-পরিদর্শক মো. হাসান মাতুব্বর বলেন, খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় আমরা দেখেছি, তার মরদেহটি কক্ষের মেঝেতে পড়ে ছিল। মুখমণ্ডল ছিল রক্তাক্ত। পাশেই ইঁদুর নিধনের কীটনাশকের বোতল পাওয়া গেছে। হাসান মাতুব্বর বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি কীটনাশক পানের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটা হত্যা নাকি আত্মহত্যা তাও ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যাবে। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |