বিসিএলের ফাইনাল নিশ্চিত হলো দুই দলের
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
শেষ ম্যাচ জিতেও ফাইনালে খেলা হলো না উত্তরাঞ্চলের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ড্র করে ফাইনালে উঠে গেলো ওয়াল্টন মধ্যাঞ্চল এবং বিসিবি দক্ষিণাঞ্চল। আগামী ২ জানুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ফরহাদ রেজার দক্ষিণাঞ্চল এবং শুভাগত হোমের মধ্যাঞ্চল। দ্বিতীয়দিন শেষেই বোঝা যাচ্ছিলো এ ম্যাচ ড্র‘র দিকেই যাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত দুই দলের এক ইনিংস শেষ না হওয়ায় ম্যাচ নিষ্ফলা থেকে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে ওঠে। আজ শেষ দিনেও অতি নাটকীয় কিছু ঘটেনি। ওয়াল্টন মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে করা ৪৮১ রানের জবাবে আগের দিনই খুব কাছাকাছি চলে যাওয়া দক্ষিণাঞ্চল ১৩ রানে এগিয়ে থামে ৪৯৪ রানে। বুধবারের উল্লেখযোগ্য খবর হলো, জাকির হাসানের সেঞ্চুরি। তৃতীয় দিন ৩৬ রানে নটআউট এ উইকেটকিপার ব্যাটার আজ শতরান হাঁকিয়েছেন। অমিত হাসান (১১৭) ও তৌহিদ হৃদয়ের (১২২) পর দক্ষিণাঞ্চলের তৃতীয় ব্যাটার হিসেবে শতরান পূর্ণ করেন কিপার জাকির। তার ব্যাট থেকে বেরিয়ে আসে ১০৯ রান। ১৮৫ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় এ ইনিংসটি সাজান তিনি। তার সঙ্গী আগের দিন ১২ রানে নটআউট থাকা অধিনায়ক ফরহাদ রেজা আজ শেষ দিন আর কোনো রান না করেই আউট হন। দ্বিতীয় ইনিংসেও মধ্যাঞ্চলের টপ অর্ডাররা ব্যর্থ। বোর্ডে ১৫ রান জমা হতেই আউট দুই ওপেনার মিজান (২) আর মিঠুন (৫)। ওয়ান ডাউনে নেমে সৌম্য খেলেন ৪৩ রানের মাঝারী ইনিংস। ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম ইনিংস: ৪৮১/১০, ১৪৭ ওভার (মিজান ৭, মোহাম্মদ মিঠুন ১২ , সৌম্য সরকার ১৫০, সালমান ৭০, তাইবুর ২, শুভাগত হোম ১৫২, জাকির আলী ২৪, আবু হায়দার রনি ৪, নাজমুল ২৫, হাসান মুরাদ ১৬, রিশাদ হোসেন ৫/১২৯, নাসুম ২/১৪১, নাহিদুল ১/৯৪, জিয়া ১/২০) ও দ্বিতীয় ইনিংস: ৯৭/৪, (মিজানুর ২, মিঠুন ৫, সৌম্য ৪৩, সালমান ১৭, তাইবুর ১৭*, শুভাগত হোম ১১*, রিশাদ ২/৩০, সুমন খান ১/১৬, জিয়া ১/১৮)। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: ৪৯৪/১০, ১৫৮.৩ ওভার (পিনাক ঘোষ ৭৪, এনামুল হক বিজয় ০, অমিত হাসান ১১৭, তৌাহিদ হৃদয় ১২২, জাকির হাসান ১১৭, নাহিদুল ১৮, ফরহাদ রেজা ১২, জিয়া ৪, নাসুম ১, রিশাদ ২১, সুমন খান ৮; নাজমুল অপু ৩/১১৩, মুকিদুল ইসলাম মুগ্ধ ৩/৬৬, হাসান মুরাদ ২/১০২, শুভাগত হোম ১/৯৭)। ডেল্টা টাইমস্/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |