আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলছি : রুবেল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
গত আট মাস ধরে দেশের হয়ে মাঠে নামতে পারছেন না পেসার রুবেল হোসেন। কিন্তু বিদেশ সফরে তাকে দলে রাখা হয়েছে। যে কারণে ক্রিকেটে অনেকটাই আড়ালে চলে যাচ্ছেন ৩১ বছর বয়সি এই ডানহাতি পেসার। তবে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ঢাকার হয়ে খেলবেন জাতীয় দলের একসময়ের সেরা পেসার। যে দলে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের মতো সিনিয়র তিন ক্রিকেটার। সে প্রসঙ্গ সামনে রেখে বুধবার সাংবাদিকরা রুবেলকে প্রশ্ন করেন, তিন সিনিয়র ক্রিকেটারকে এক দলে পেয়ে কেমন লাগছে? সাংবাদিকদের এমন প্রশ্নে আক্ষেপ ঝরল রুবেলের। তিনি বলেন, ‘কেমন লাগবে আবার? আমি জাতীয় দলে ১২ বছর ধরে খেলছি। আমার তো এমন লাগার কথা না। আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলছি।’ তিন পাণ্ডবকে এক দলে পাওয়াকে সুবিধা হিসেবেই দেখতে হবে বলে মনে করেন তিনি। রুবেল বলেন, ‘সাধারণত তাদের এক দলে পাওয়া যায় না। তিনজন সিনিয়র ক্রিকেটার আছেন এটি ভালো লাগছে। আমরা একসঙ্গে খেলব। অনেক দিন ধরেই একই ড্রেসিংরুম ভাগাভাগি করি খেলেছি। অনেক দিন ধরেই একসঙ্গে আছি। মাশরাফি ভাই আছেন; তামিম ভাই, রিয়াদ ভাই আছেন। মনে হয় না খুব একটা সমস্যা হবে। ড্রেসিংরুমের পরিস্থিতি খুব ভালোই থাকবে। মাঠে সিদ্ধান্ত নিতে সহজ হবে। তিনজনই সিনিয়র ক্রিকেটার আর অধিনায়ক। তারা দ্রুত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।’ বিপিএল দিয়ে মাশরাফির ক্রিকেটে ফেরা নিয়ে রুবেল বলেন, ‘মাশরাফি ভাই তো অনেক দিন ধরেই ক্রিকেট খেলেন না, অনেক দিন ধরে খেলার ভেতরে নেই। নতুন বলে আবারও মাশরাফি ভাইয়ের সঙ্গে একসঙ্গে বোলিং করব, ভালো লাগছে। এবারের বিপিএল আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। সামনে জাতীয় দলের অনেক খেলা আছে। এখানে ভালো করলে যে কোনো জায়গায় সুযোগ পাওয়া ভালো হবে। ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করব।’ ডেল্টা টাইমস্/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |