অটোভ্যানকে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৪
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় অটোভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন বাস ও ভ্যানের আরও ২০ যাত্রী। শুক্রবার সকাল ১০টায় হাটিকুমরুল-বনপাড়া সড়কের বড় গোঁজা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ন্যাশনাল ট্রাভেলস পরিবহণের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় অটোভ্যানের চার যাত্রী নিহত হন। আহত হন বাস ও ভ্যানের ২০ যাত্রী। সলঙ্গা থানার ওসি জিলানী আহমেদ যুগান্তরকে জানান, উদ্ধারকাজ চলছে। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |