ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় নিহত ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
|
![]() ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় নিহত ২ নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের শহীদুল্লার ছেলে ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে মো. আলমগীর (২৫)। এদের মধ্যে ইউসুফ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জনায়, বুধবার সন্ধ্যায় ইউসুফ ও আলমগীরকে সঙ্গে নিয়ে নাঈম মোটরসাইকেল চালিয়ে মাইজবাগের দিকে যাচ্ছিলেন। হারুয়া স্কুলের সামনে যেতেই একটি দাঁড়িয়ে থাকা ট্রাক অভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেলটি। পেছনে থাকা কিশোরগঞ্জগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীরের মৃত্যু হয়। নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি। ডেল্টা টাইমস্/মোঃ ইসহাক/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |