ঈশ্বরগঞ্জে চাচার কোপে নিহত ভাতিজা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
|
![]() ঈশ্বরগঞ্জে চাচার কোপে নিহত ভাতিজা শনিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবেস্তান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া ওই গ্রামের নূরুল ইসলামের ছোট ছেলে। নিহতের পরিবার বলছে, হত্যাকারী আঃ বারেক (৩৫) একজন মানসিক ভারসাম্যহীন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাড়ে এগারোটার দিকে চাচা বারেক ও ভাতিজা নাঈম একসাথে খেতে বসেছিল। খাওয়ার মাঝেই ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে খুন করে। খুন করার পর ভাতিজার লাশ নিয়ে ঘুরতে থাকে বাড়ির আঙ্গিনায়। বিষয়টি নিহত নাঈমের বড় ভাই দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। এসময় এলাকাবাসী ছুটে এসে নাঈমকে চাচার হাত থেকে উদ্ধার করে। পরে চাচা বারেককে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও আঘাত চাচাকে আটক করে। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রক্রিয়া শেষে লাশ মর্গে পাঠানো হবে। নিহতরে চাচাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেল্টা টাইমস্/মোঃ ইসহাক/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |