দেশের মানুষ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন জেগে থাকে: মতিয়া চৌধুরী
শেরপুর প্রতিনিধি:
|
![]() দেশের মানুষ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন জেগে থাকে: মতিয়া চৌধুরী মঙ্গলবার (১৫ নভেম্বর ) বিকেলে শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন। তিনি আরো বলেন, পৃথিবীর কোন দেশেই বিনা মূল্যে বছরের পয়লা দিন শিক্ষার্থীদের বই দেন না সরকার। কেবল বাংলাদেশের শেখ হাসিনা সরকারই দিয়ে থাকেন। মঙ্গলবার দুপুরে শহরের জালালপুরস্থ অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এসময় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী। এছাড়া সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল। সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন। সম্মেলনে অন্যান্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৭ বছর পর শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের এ ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এর আগে ২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে এ উপজেলার সর্বশেষ কমিটি হয়। সেই কমিটির সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মোছা. আম্বিয়া খাতুন। ডেল্টা টাইমস্/রফিক মজিদ/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |