পরিবহন বন্ধ, হেঁটে বাড়ি ফিরছেন ইজতেমার মুসল্লিরা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ছবি: সংগৃহীত শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়। এ দিন সকাল থেকেই মৌলভীবাজার জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে সিলেটে শেষ হয়েছে দুই দিনব্যাপী চলা আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমা। ইজতেমা থেকে ফিরতে পারছেন না মুসল্লিরা। তাই হেঁটে রওনা দিয়েছেন বাড়ির পথে। কেউ কেউ ফিরছেন নিজস্ব যানবাহন কিংবা রিজার্ভ করা গাড়িতে। ইজতেমায় আসা আব্দুল লতিফ বলেন, আমরা ইবাদত বন্দেগি করতে এসেছি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে আসিনি। এখন বাড়ি ফিরছি পায়ে হেঁটে। আব্দুল কাদির নামে আরেক মুসল্লি বলেন, আমরা ভোগান্তিতে পড়ে গেছি। কিছু পথ হেঁটে দেখি গাড়ি পাওয়া যায় কি না। জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন ও সামনে গ্রিল লাগানো বন্ধ, ব্যাটারিচালিত টমটমের অবৈধভাবে চলাচল বন্ধ, ট্রাক-লরি-পিকআপ-কাভার্ড ভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |