শেরপুরে করোনা উত্তর শিক্ষা ব্যবস্থা শীর্ষক সংলাপ
শেরপুর প্রতিনিধি:
|
![]() ছবি: ডেল্টা টাইমস্ শনিবার (১৯ নভেম্বর) সকালে শেরপুর সরকারী মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান। এ সময় অধ্যাপক ড. আব্দুল আলীম তালুকদার, শেরপুর মডেল গালস্ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক তপন সারোয়ার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, সহযোগী অধ্যাপক সাগরিকা তালুকদার সহ প্রায় ৭০ জন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। সংলাপে করোনা উত্তর ক্ষতিগ্রস্থ শিক্ষা ব্যবস্থাকে কীভাবে দ্রুত পূর্বের জায়গায় ফিরিয়ে নেয়া যায় সে বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নানা পরামর্শ ও দিক নির্দেশনা উঠে আসে। ডেল্টা টাইমস্/সিআর/রফিক মজিদ/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |