বরিশালে গণঅধিকার পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
বরিশাল প্রতিনিধি:
|
![]() বরিশালে গণঅধিকার পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত শনিবার (১৯ নভেম্বর) বরিশাল শহরের আমতলায় লায়লা কনভেনশন হলে বেলা ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। বিকেলে কনভেনশন হলে নেতাকর্মীদের স্থান সংকুলান না হলে সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। বক্তব্যে নুরুল হক নুর বলেন, অন্তঃবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগকে শান্তিপূর্ণভাবে বিদায় নিতে হবে। অন্যথায় জনগণের রোষানলে শ্রীলঙ্কার স্বৈরশাসকের মতো আওয়ামী লীগ সরকারের পরিণতি হবে। বিরোধীদলের নেতাকর্মীদের মামলা-হামলা করে হয়রানি করবেন না। যদি এমন চেষ্টা করেন তাহলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণকে বলবো, অন্যায়ভাবে যদি পুলিশ একজনকেও গ্রেপ্তার করে এলাকাবাসী সকলকে নিয়ে থানা ঘেরাও করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিগত ১৩ বছর ধরে বলেছেন দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। অথচ কয়েকদিন আগে মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন দেশে দুর্ভিক্ষ আসতেছে। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি উন্নয়নের মহাসড়কের কথা বলেছেন, এখন কেন দুর্ভিক্ষের কথা বলছেন? মাত্র ৪৭ হাজার কোটি টাকা ঋণের জন্য আইএমএফের পা ধরাধরি শুরু করেছেন। ওদিকে ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা দশ হাজার কোটি টাকা পাচার করেছেন। এই সরকারের আর্শিবাদপুষ্ট একজন পিকে হালদার দশ হাজার কোটি টাকা পাচার করেছেন। এভাবে গত ১৩ বছরে এই সরকারের নেতাকর্মীরা ১৪ লাখ কোটি টাকা পাচার করেছেন। সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও বরিশাল বিভাগীয় সমন্বয়ক বিপ্লব কুমার পোদ্দার এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও বরিশাল বিভাগীয় প্রধান সমন্বয়ক কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম এর সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রাশেদ খান, যুগ্ম আহবায়ক ও ব্রিগেডিয়ার জেনারেল অবঃ অধ্যাপক হাবিবুর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ মশিউর রহমান, যুগ্ম সদস্য সচিব মোঃ আতাউল্লাহ, সহকারী আহবায়ক ও ফরিদপুর জেলা আহবায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদ, সহকারী সদস্য সচিব ও বরিশাল জেলা আহবায়ক আবু সাঈদ মুসা, সহকারী সদস্য সচিব ও পিরোজপুর জেলা আহবায়ক আনিসুর রহমান মুন্না, যুব অধিকার পরিষদের সভাপতি মন্জুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল সহ বিভিন্ন জেলা এবং উপজেলার ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের প্রতিনিধিগণ। ডেল্টা টাইমস্/নাছরুল্লাহ আল কাফী/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |