পিরোজপুরে নসিমন-টমটমের সংঘর্ষে চালক নিহত
পিরোজপুর প্রতিনিধি:
|
![]() পিরোজপুরে নসিমন-টমটমের সংঘর্ষে চালক নিহত নিহতের পরিবার জানায়, আজ সকালে পিরোজপুর থেকে ইন্দুরকানীগামী একটি ব্যাটারিচালিত নসিমনের সঙ্গে বিপরীতগামী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নসিমনের চালক রিয়াজ মারা যান। এ সময় টমটমের সামনের দিক দুমড়ে-মুচড়ে গিয়ে চালক আটকা পড়েন। পরে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং সদর হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. কাজল মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নসিমনের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’ এ বিষয়ে নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত টমটমটি জব্দ করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেল্টা টাইমস্/নাছরুল্লাহ আল কাফী/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |