ত্বকের শুষ্কতা রোধে ভরসা রাখুন এই ঘরোয়া তেলে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ত্বকের শুষ্কতা রোধে ভরসা রাখুন এই ঘরোয়া তেলে সাময়িক পরিত্রাণ মিললেও, কিছু সময় পর আবার ড্রাই স্কিন সমস্যা দেখা দেয়। ত্বকের রুক্ষতা দূর করতে কেউ কেউ নারিকেল বা সরিষার তেল মাখেন। এতেও আরাম মেলে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন ঘরোয়া টোটকায়। ঘরে থাকা কিছু সহজ উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন একটি বিশেষ তেল। এটি মাখলে কেবল রুক্ষতা নয়, ত্বকের আরও অনেক সমস্যার সমাধান মিলবে। ![]() ত্বকের শুষ্কতা রোধে ভরসা রাখুন এই ঘরোয়া তেলে কীভাবে তৈরি করবেন এই তেল: পরিমাণমতো সরিষার তেল নিন। এতে মেশান পরিমাণমতো কাঁচা হলুদ, রসুন আর কালো জিরা। এবার চুলায় ভালো করে গরম করে নিন। টগবগ করে ফুটলে নামান। বাতাসে রেখে দিন। ঠান্ডা হওয়ার পর একটি বড় শিশি নিন। বোতলের মুখে সাদা কাপড় মেলে দিন। ভালো করে তেল ছেঁকে নিন। এই তেল এমন জায়গায় সংরক্ষণ করুন, যেখানে ভাল রোদ পড়ে। নাহয় তেল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কীভাবে ব্যবহার করবেন: সপ্তাহে অন্তত তিন দিন গোসলের আধা ঘণ্টা এই তেল সারা শরীরে মেখে নিন। এরপর উষ্ণ পানিতে গোসল সেরে নিন। সম্ভব হলে যেদিন এই তেল মাখবেন সেদিন গোসলের সময় সাবান মাখবেন না। তাহলে তেলের রেশ ত্বকে বেশি সময় রয়ে যাবে। নিয়মিত এই তেল ব্যবহারে শুষ্ক ত্বক থেকে রেহাই পাবেন। ত্বক থাকবে আর্দ্র ও মসৃণ। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |