বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে বিএনপি নেতার স্ত্রীকে গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি ব্যবসায়ী মিলন খানের স্ত্রী মারুফা বেগম (৩০)। মিলন খান বাবুগঞ্জের দেহের গতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।
মঙ্গলবার (২২ নভেম্বর) বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২১ নভেম্বর) রাতে ওই ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মিলন খানের ভাই সবুজ খান জানান, সোমবার রাত দেড়টার দিকে একাধিক ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে বাসার কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনার সময় মিলনের স্ত্রীর বাধা দিলে ডাকাতরা তাকে গলা কেটে খুন করে। পরে তাকে উদ্ধারে এগিয়ে এলে মিলনকেও ছুরিকাঘাত করা হয়।
তিনি আরও জানান, ডাকাতরা পালিয়ে যায়। গুরুতর আহত মিলনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। তবে আহত মিলনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও তারা কোনো ডাকাতকে আটক করতে পারেননি।
এ বিষয়ে ওসি মাহাবুবুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বামী মিলনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতোমধ্যে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।