ফের বুবলীকে ব্যঙ্গ করলেন অপু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ফের বুবলীকে ব্যঙ্গ করলেন অপু মঙ্গলবার (২২ নভেম্বর) নিজের ফেসবুকে একটি নিউজ শেয়ার দিয়ে বুবলীকে খোঁচা দেন তিনি। এর জবাব দিতে খুব বেশি সময় নেননি সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়া বুবলী। ইটের বদলে পাটকেল দিয়েই প্রথম ধাপের লড়াই সমাপ্ত করেন তিনি। এদিকে পাটকেল খেয়ে ফের সরব হয়েছেন অপু। এবার তিনি বুবলীকে শায়েস্তা করতে নিজের ফেসবুকে দিয়েছেন ব্যঙ্গাত্মক একটি পোস্ট। অপু লিখেছেন, ‘শিক্ষিত মানুষের ওয়ালে কল পাড়ের বুলি, বেটি বেটি বেটি…’ সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলী দাবি করেন, জন্মদিনে শাকিব তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। তার এই কথা কোট করে একাধিক নিউজও হয়। সেইসব নিউজের একটি লিংক নিজের ফেসবুক পেজে শেয়ার করে বুবলীকে খোঁচা দিয়ে অপু লিখেছেন, কী মজা, কী মজা! সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি হাসির ইমোজি। বুবলীর চোখ এড়ায়নি সেটি। তিনিও আজ বুধবার সকালে পাল্টা খোঁচা দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘একজন হঠাৎ করেই বলে উঠল, আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে। এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায় তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।’ এবার অপু দ্বিতীয় ধাপের লড়াই শুরু করতেই নেটিজেনরা বুবলীর উত্তরের অপেক্ষায় আছেন। দেখা যাক, রণাঙ্গনে অপুকে প্রতিহত করতে এবার কোন রূপ ধারণ করেন তিনি। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |