ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করে বেরোলেন জাপানিরা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ছবি: ইন্টারনেট বুধবারের (২৩ নভেম্বর) ম্যাচ শেষে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যখন মাত্র খালি হতে শুরু করেছে, তখনই দেখা যায় কিছু জাপানি দর্শক ব্যাগ হাতে গ্যালারির ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন। সবার পেছনে থেকে গ্যালারি পরিষ্কার করে বের হওয়ার এই দৃশ্য অনেকের কাছেই আশ্চর্যজনক মনে হতে পারে, তবে জাপানিরা কিন্তু তেমনটি ভাবেন না। ড্যানো নামে এক জাপানি ভক্ত বলেন, আপনারা যাকে বিশেষ কিছু বলে মনে করছেন, তা আমাদের কাছে অস্বাভাবিক কিছু নয়। তিনি বুঝতে পারেন না, মানুষ কেন ময়লা পরিষ্কার করার এই অভ্যাসকে ‘অদ্ভুত’ মনে করে। ড্যানো বলেন, আমরা যখন টয়লেট ব্যবহার করি, তা নিজেরাই পরিষ্কার করি। আমরা যখন ঘর ছেড়ে যাই, সবাই নিশ্চিত করি, এটি পরিপাটি রয়েছে। এটাই তো রীতি। আমরা একটি জায়গা পরিষ্কার না করে চলে যেতে পারি না। এটি আমাদের শিক্ষার অংশ, প্রতিদিনের শিক্ষা। ![]() ছবি: ইন্টারনেট জার্মানির বিপক্ষে ম্যাচের আগে সায়সুকা নামে এক জাপানি সমর্থক জানান, মানুষ তাদের ঐতিহ্যের বিষয়ে কথা বলছে তা তিনি জানেন। তবে তারা এই কাজটি কোনো পাবলিসিটি বা প্রচারণার জন্য করেন না। সায়সুকাও ব্যাকপ্যাকের ভেতর কয়েকটি ব্যাগ নিয়ে এসেছেন। ম্যাচ শেষে সেগুলো ময়লা সংগ্রহের জন্য ব্যবহার করবেন তিনি। জাপানি এ তরুণী বলেন, আমাদের কাছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অনেকটা ধর্মের মতো। আমরা এটিকে খুবই মূল্যবান মনে করি। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |