দলগুলোর সমঝোতা না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: সিইসি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ছবি: সংগৃহীত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে নেপালের নির্বাচনের অভিজ্ঞতা বিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় সিইসি বলেন, রাজপথে শক্তি প্রদর্শন করে দেশে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক দলগুলোকে এসব কাজ থেকে বিরত থাকাতে হবে। প্রধান নির্বাচন কমিশনার মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |