নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
নরসিংদী প্রতিনিধি:
|
![]() নিহত সবুজ মিয়া। ছবি: সংগৃহীত শনিবার (২৬ নভেম্বর) সকালে বেলানগর আমতলা এলাকার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। সবুজের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার খামারের চর গ্রামে। তার বাবার নাম সিরাজ মিয়া। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, সবুজ থানার কোয়ার্টারে থাকতেন। রাত্রীকালিন ডিউটি শেষ করে সকালে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন। ওসি ফারুক মোল্লা জানিয়েছেন, সবুজ মিয়া ৩/৪ মাস ধরে ডেমরা থানায় কর্মরত ছিলেন। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহতের ভাতিজি জামাই আকরাম হোসেন জানিয়েছেন, তিন ভাই, দুই বোনের মধ্যে সবুজ ছিলেন সবার ছোট। তার স্ত্রীর নাম সুইটি আক্তার। তাদের শাজনীন জাহান নামে ছয় মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। ডেল্টা টাইমস্/সাইফুল ইসলাম রুদ্র/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |