পানি পানের ৮ সুন্নত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() পানি পানের ৮ সুন্নত বিশুদ্ধ, পরিমিত ও নিয়ম মেনে পানি পানের স্বাস্থ্যগত অনেক উপকার রয়েছে। এ ব্যাপারে মহানবী (স.)-এর উম্মতদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। নিচে তা আলোচনা করা হলো। পানি পানের সুন্নতগুলো: ১) ডান হাতে পান করা। কেননা, শয়তান বাম হাত দিয়ে পান করে। (সহিহ মুসলিম: ২/১৭২) ২) বসে পান করা, দাঁড়িয়ে পান করা নিষেধ। (সহিহ মুসলিম: ২/১৭৩) ৩) শুরুতে (বিসমিল্লাহ) পড়া এবং শেষে (আলহামদুলিল্লাহ) পড়া। (সুনানে তিরমিজি: ২/১০) ৪) তিন নিঃশ্বাসে পান করা। (সহিহ মুসলিম: ২/১৭৪) ৫) গ্লাসে নিঃশ্বাস না ফেলা। (বুখারি: ১৫৪) ৬) গ্লাস বা পাত্রের ভাঙা অংশের দিক দিয়ে পান না করা। (সুনানে আবু দাউদ: ২/১৬৭) ৭) পরিষ্কার পাত্রে পান করা। তবে পাত্র ঢাকা অবস্থায় থাকলে ভিন্ন কথা। (ইবনে মাজাহ: ৩৪৩১) ৮) আলাদা গ্লাস বা পাত্র ব্যবহার করা। কেননা বড় পাত্রে মুখ ডুবিয়ে দিলে রোগ জীবাণু ছড়াতে পারে। তাছাড়া এটি কুকুরের বৈশিষ্ট্য। (ইবনে মাজাহ: ৩৪৩১) আল্লাহ তাআলা আমাদের সবাইকে পানি পানসহ নিত্যদিনের প্রত্যেকটি কাজে রাসুলুল্লাহ (স.)-এর সুন্নাহ অনুসরণ ও অনুকরণ করার তাওফিক দান করুক। আমিন। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |