বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা গ্রেপ্তার
বেনাপোল (যশোর) প্রতিনিধি:
|
![]() বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা গ্রেপ্তার শনিবার (২৬ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুর মা বেনাপোল বন্দর থানায় মামলা করলে রোববার (২৭ নভেম্বর) সকালে মুক্তারকে গ্রেফতার করে পুলিশ। মুক্তার আলী বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের রহমত আলীর ছেলে। পুলিশ ও শিশুর পরিবার সূত্র জানায়, সংসারে অভাব-অনটনের কারণে শিশুটি বাড়ির পাশে একটি চটপটি দোকানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করত। শনিবার বিকেলে চটপটি বিক্রেতা শিশুটিকে ফুসলিয়ে একটি দোকানে নেয়। পরে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা জড়ো হলে তিনি পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করেন। বেনাপোল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, শিশুর মা বাদী হয়ে ধর্ষণ মামলা করলে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে। ডেল্টা টাইমস্/মোঃ আনিছুর রহমান/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |