মোংলায় নৌযান শ্রমিকদের বিক্ষোভ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
|
![]() মোংলায় নৌযান শ্রমিকদের বিক্ষোভ রোববার (২৭ নভেম্বর) নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে বিকালে মোংলা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোংলা পৌর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোংলা নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোংলা নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য সচীব মাইনুল হোসেন মিন্টু, সদস্য ইলিয়াস মাষ্টার, বাবু হাওলাদার,বাদশা হাওলাদার, আল আমিন হোসেন, আবু তাহের হোসেন, মঞ্জু হাওলাদারসহ অন্যান্যরা। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকরা দিশেহারা। সবশেষ ২০১৬ সালে মজুরি পুননির্ধারণ করেছিল সরকার। গত ৫/৬ বছরে কয়েক দফা দ্রব্যমূল্য বেড়েছে। মজুরি বাড়েনি। এ কারণে সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন তারা। তাই মাসিক সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন নির্ধারণ, নৌযান শ্রমিকদের কল্যাণ তহবিল গঠন, মৃত্যুকালীন ১০ লাখ টাকা ভাতা প্রদানের দাবী জানান। এছাড়া নৌপথে চুরি-ডাকাতি বন্ধ, চট্টগ্রাম বন্দরে জাহাজ রাখার পোতাশ্রয় নির্মাণ, নৌ প্রশাসন দ্বারা শ্রমিকদের নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবির কথা তুলে ধরেন তারা। বিআইডব্লিউটিএ'র হিসেব মতে, সারাদেশে নিবন্ধিত নৌযানের সংখ্যা ১৪ হাজার ৮০৫টি। এতে কাজ করে জীবিকা নির্বাহ করছে ২ লাখ ১০ হাজার শ্রমিক। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। ডেল্টা টাইমস্/আলী আজীম/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |