শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১

ইবিতে ক্যারিয়ার কাউন্সেলিং
ইবি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৪:৫৩ পিএম | অনলাইন সংস্করণ

ইবিতে ক্যারিয়ার কাউন্সেলিং

ইবিতে ক্যারিয়ার কাউন্সেলিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাকক্ষে এর আয়োজন করে বিভাগটি।

বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, কুমিল্লা গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাসেম।

ড. আবুল কাসেম বলেন, নিজের মস্তিষ্কের ব্যবহারে যে যতটা দক্ষ, এই পৃথিবীতে সে ততটা সফল। যোগ্যতা অর্জনের ক্ষেত্রে আমরা চারটি স্তর অতিক্রম করতে পারলেই একজন ব্যক্তি যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব। সেগুলো হচ্ছে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ। শুধু মুখস্থবিদ্যার ওপর নির্ভরশীল না হয়ে বাস্তবতার সঙ্গে মিলিয়ে পড়াশোনা করায় অভ্যস্ত হতে হবে।

বিভাগটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, বর্তমান সময়ে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে হতাশায় ভোগে। শিক্ষার্থীদের এই হতাশাবোধ থেকে মুক্তি দিতে আমরা এই ক্যারিয়ার কাউন্সেলিংয়ের আয়োজন করেছি। আশা করি, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা আশাবাদী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।



ডেল্টা টাইমস্/আর এম রিফাত/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com