দুধে অপদ্রব্য মেশানোর দায়ে ২ লাখ টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি:
|
![]() দুধে অপদ্রব্য মেশানোর দায়ে ২ লাখ টাকা জরিমানা সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, সদর উপজেলার ঘোনা গ্রামের দুধ ব্যবসায়ী অজিত কুমার ঘোষ দীর্ঘদিন ধরে দুধে অপদ্রব্য মিশিয়ে তা বাজারে বিক্রি করছেন বলে তারা সম্প্রতি জানতে পারেন। এরই ভিত্তিতে মঙ্গলবার দুপুর একটার দিকে তিনি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা হয় দুধের পরিমান বাড়ানোর কাজে ব্যবহৃত ৫০ কৌটা ড্যানিশ কনডেন্স মিল্ক, দুধ পচনরোধে ব্যবহৃত ৪০ কেজি হাইড্রোজেন পার অক্সাইড, দুধের ক্রিম ওঠানোর একটি মেশিন। অজিত ঘোষ দীর্ঘদিন দুধে এ সকল অপদ্রব্য মিশিয়ে দুধ তৈরি করে স্থানীয় মিষ্টির দোকান ও চিলিং পয়েন্টে বিক্রি করে আসছেন বলে স্বীকার করায় তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তিনি দুধের ক্রীম ওঠানোর মেশিন দিয়ে ক্রীম উঠিয়ে তা আলাদাভাবে বিক্রয় করতেন এবং ওই দুধে অপদ্রব্য মিশিয়ে পরিমাণ বাড়াতেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত ঘটনাস্থলে উপস্থিত ছিলো। ডেল্টা টাইমস্/জাহিদ হোসাইন/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |