ঝিনাইদহ সীমান্তে সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ছবি: সংগৃহীত মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের যাদবপুর এলাকার একটি কলাবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা। মহেশপুর- ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ জানান, মহেশপুর সীমান্তের যাদবপুর এলাকার একটি কলাবাগানের মধ্য থেকে মাটিতে পুতে রাখা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৮৬টি স্বর্ণবার উদ্ধার করা হয় । তিনি জানান, একই সময় পৃথক অভিযানে পাশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের কহিনুরের দোকানের সামনে থেকে আব্দুস শুকুর নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তির জুতার ভিতর থেকে ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। আটক শুকুর পাচারের জন্য দর্শনা এলাকা থেকে স্বর্ণ নিয়ে জীবননগর আসেন। তিনি উপজেলার নতুন বাজার এলাকার মৃত তবির রহমানের ছেলে।পৃথক দুই অভিযানে উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮ কোটি টাকার বেশি। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |