মালদ্বীপের শীর্ষ ব্যবসায়ীর তালিকায় বাংলাদেশের আহম্মেদ মোত্তাকী
মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ:
|
![]() মালদ্বীপের শীর্ষ ব্যবসায়ীর তালিকায় বাংলাদেশের আহম্মেদ মোত্তাকী মঙ্গলবার (২৯ নভেম্বর) মালদ্বীপের ক্রসরোড রিসোর্টে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে গোল্ড হান্ড্রেড গালা বিজনেস অ্যাওয়ার্ড দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, শ্রীলঙ্কার ডেপুটি হাইকমিশনার কে এসএ এবং মালদ্বীপে ভারতের হাইকমিশনার। অনুষ্ঠানে পুরস্কার পাওয়া শীর্ষ ব্যবসায়ীদের প্রশংসা করে ফয়সাল নাসিম তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মিয়াঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহাম্মেদ মোত্তাকীকে পুরস্কৃত করেন আবুল কালাম আজাদ। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |