গ্রেপ্তারে ভীত নন মডেল ইভানা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() গ্রেপ্তারে ভীত নন মডেল ইভানা তবে এসব বিধিনিষেধের তোয়াক্কা করছেন না সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নল। এই মডেল খোলামেলা পোশাকেই ঘুরে বেড়াচ্ছেন দেশটিতে। এতে ‘পোশাকবিধি’ না মানায় তিনি গ্রেপ্তারের ঝুঁকিতে আছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। তবে এতে ভীত নন বলে জানিয়ে দিয়েছেন ইভানা। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এ খবর। এ প্রসঙ্গে ইভানা জানিয়েছেন, তিনি গ্রেপ্তার হওয়া নিয়ে ভীত নন। কারণ তার দ্বারা অন্যের ক্ষতি হচ্ছে না। এই মডেল আরও জানান, কাতারবাসী মোটেও তাকে ঘৃণা করছে না। বরং তারা তার সাথে ছবি তুলে আনন্দিত হচ্ছেন। তাকে যদি নেতিবাচকভাবেই দেখত তাহলে তারা এভাবে তার সাথে মিশত না। এদিকে কাতারের ‘পোশাকবিধি’ নিয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি ফিফা। ফিফার ওয়েবসাইটে লেখা আছে, ফুটবলভক্তরা কাতারে তাদের পছন্দের পোশাক পরতে পারেন। তবে দেশটির আইনকে সম্মান করতে হবে। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়া প্রথম মাঠে নামে ২৩ নভেম্বর। ওই দিন প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছিল মরোক্কোকে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর ২৭ নভেম্বর কানাডার বিরুদ্ধে মাঠে নামে তারা। এদিন কানাডাকে হটিয়ে ৪-১ গোলে জয়ী হয় ক্রোয়েশিয়া। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |