কুমিল্লায় ট্রাকের ধাক্কায় নারী নিহত
কুমিল্লা প্রতিনিধি:
|
![]() কুমিল্লায় ট্রাকের ধাক্কায় নারী নিহত বুধবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১২টায় মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে জামাই আবুল কালাম বলেন, আমার শাশুড়ি সকালে চান্দিনা এলাকায় রাস্তা পারাপারের সময়ে দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, নিহতের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার ফরচঙ্গা গ্রামে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ডেল্টা টাইমস্/আল্ আমিন/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |