রসিক নির্বাচনে মেয়র পদে ১০ জনের মনোনয়ন বৈধ ঘোঘণা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() রসিক নির্বাচনে মেয়র পদে ১০ জনের মনোনয়ন বৈধ ঘোঘণা বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমি হলরুমে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এ ঘোষণা দেন। মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ, হলফনামায় কোনো ত্রুটি না থাকা, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও দলীয় প্রত্যয়নপত্র সঠিক থাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস, খেলাফত মজলিস, জাকের পার্টি ও তিন স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করা অন্যান্য সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশনের তৃতীয়বারের নির্বাচন। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ নভেম্বর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে ১০, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এখন চলছে কাউন্সিলর পদের প্রার্থীদের যাছাই-বাছাই কার্যক্রম। আগামী ৮ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ৯ ডিসেম্বর দেওয়া হবে প্রতিক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |