শাকিবের বাসায় যাতায়াত প্রসঙ্গে যা বললেন অপু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() শাকিবের বাসায় যাতায়াত প্রসঙ্গে যা বললেন অপু শাকিবের বাড়িতে যাতায়াত প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বলেন, ‘শাকিব যেহেতু আমার সন্তান জয়ের বাবা, তাই বাবার বাড়িতে সন্তান যাবেই। আর আমি আমার ছেলেকে একা ছাড়তে পারি না।’ অপুকে তৃতীয় পক্ষ বলে সম্বোধন করেছিলেন বুবলী। এ সময় বিষয়টি অপু বলেন, ‘যিনি বলেছেন, বিষয়টি তার কাছেই জেনে নিন। আমাকে জিজ্ঞেস করছেন কেন! কে তৃতীয় পক্ষ, কে প্রথম পক্ষ সেটি তার কাছে থেকেই শুনুন। এসবের মাঝে আমাকে না টানাই ভালো। আমি এখন ভালো আছি, কাজ করছি। দর্শকের মাঝে, কাজ নিয়েই নিয়েই থাকতে চাই।’ ঘটনার সূত্রপাত বুবলীর জন্মদিন কেন্দ্র করে। গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, জন্মদিনে শাকিব তাকে হীরার নাকফুল উপহার দিয়েছেন। পরে অপু সেই নিউজ ফেসবুক পেজে শেয়ার করে লেখেন, হাস্যকর। তারপর শুরু হয় অপু-বুবলীর স্ট্যাটাস-যুদ্ধ! ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |