শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বজুড়ে ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা জাতিসংঘের
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৭:৩৮ পিএম | অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা জাতিসংঘের

বিশ্বজুড়ে ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা জাতিসংঘের

বিশ্বজুড়ে ভয়াবহ মানবিক সংকটের করছে জাতিসংঘ। এ কারণে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ২০২৩ সালের জন্য রেকর্ড ৫১.৫ বিলিয়ন মার্কিন ডলারের সাহায্যের অর্থের জন্য আবেদন করেছে জাতিসংঘ ও তার অংশীদাররা। শঙ্কা করা হচ্ছে যে কয়েক মিলিয়ন অতিরিক্ত লোকের মানবিক সহায়তার প্রয়োজন হবে। এটা মানবিক সহায়তা ব্যবস্থার সীমাবদ্ধতাকে পরীক্ষার মুখে ফেলেছে।

আগের বছর ২০২২ সালের তুলনায় এবার এ বৈশ্বিক সংস্থাটি ২৫ শতাংশ বেশি মানবিক সহায়তা চাচ্ছে।

‘ইউএন গ্লোবাল হিউম্যানিটারিয়ান ওভারভিউ’ অনুমান করেছে যে পরের বছর অতিরিক্ত ৬ কোটি ৫০ লাখ লোকের সাহায্যের প্রয়োজন হবে। মোট ৬৮ দেশে ৩৩ কোটি ৯০ লাখ মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভর করবে। তারা পৃথিবীর প্রায় ৪ শতাংশ মানুষ। সংখ্যায় এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার চেয়ে বেশি।

ইউক্রেনের যুদ্ধ ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে মারাত্মক খরার কথা উল্লেখ করে জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস বলেছেন, মানবিক সহায়তার চাহিদা আশঙ্কাজনকভাবে বেড়েছে। কারণ, এ বছরের মারাত্মক ঘটনাগুলোর প্রভাব ২০২৩ সালে দেখা যাবে। প্রান্তিক লোকদের জন্য এ সহায়তার আবেদন হচ্ছে একটি জীবনরক্ষাকারী বিষয়।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে বিশ্বের ১০ কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৯ মাস যুদ্ধের কারণে খাদ্য রফতানি ব্যাহত হয়েছে এবং ৩৭টি দেশের প্রায় ৪৫ মিলিয়ন মানুষ বর্তমানে অনাহারে ভুগছে।

বৃহস্পতিবার মার্টিন গ্রিফিথস বলেন, করোনা মহামারি শিশুদের টিকাদান কর্মসূচিতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে এবং চরম দারিদ্র্যের অবসানের প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। এটা কলেরার মতো অন্যান্য রোগ বৃদ্ধির শঙ্কা সৃষ্টি করেছে।

এবার প্রথমবারের মতো ১০টি দেশ এক বিলিয়নের বেশি মার্কিন ডলারের সহায়তার জন্য আবেদন করেছে। দেশগুলো হলো, আফগানিস্তান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, সুদান, দক্ষিণ সুদান, সিরিয়া, ইউক্রেন ও ইয়েমেন।

কিন্তু দাতাদের সহায়তা তহবিল ইতোমধ্যে একাধিক সংকটের কারণে চাপের মধ্যে রয়েছে। এটা সাহায্য কর্মীদের অগ্রাধিকারের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।

নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে জানা গেছে, ২০২২ সালে ৫৩ শতাংশ অসমাপ্ত তহবিলসহ জাতিসংঘ এখন পর্যন্ত সবচেয়ে বড় তহবিল সংকটের মুখোমুখি হয়েছে।

এ বিষয়ে গ্রিফিথস বলেন, এটা মানবিক সহায়তা ব্যবস্থার সীমাবদ্ধতাকে পরীক্ষার মুখে ফেলেছে। --- সূত্র : রয়টার্স




ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com