হিজবুত তাহরীরের মিডিয়া সচিব গ্রেপ্তার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মিডিয়া সচিব (সাধারণ সম্পাদক) হাফেজ মাওলানা মামুনুর রশিদ ওরফে মামুনকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-২ এর একটি দল শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, গত ৬ মার্চ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ডের হকার্স মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সচিব ও শীর্ষ পর্যায়ের নেতা হাফেজ মাওলানা মামুনুর রশিদ মামুন গোপন বৈঠকে মিলিত হন। র্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে যান মামুন। ওই ঘটনায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি মামলা হয়। মামলার এজাহারনামীয় ও অভিযোগপত্রে পলাতক আসামি হাফেজ মাওলানা মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-২ নজরদারি ও অভিযান অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি বিশেষ দল শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করে। মামুন কুমিল্লা লালমাই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। গ্রেপ্তার মামুন এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত পলাতক আসামি। তিনি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গিবাদী বই ও প্রচারপত্র নিজের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীর গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত আলোচনা ও বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও মিছিলের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |