রোববার ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১

বগুড়ার শেরপুরে দেবরের হাত ধরে ভাবী উধাও
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৩:০৮ পিএম | অনলাইন সংস্করণ

বগুড়ার শেরপুরে দুই স্ত্রী রেখে ভাবীকে নিয়ে উধাও হয়েছে দেবর। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেবর উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ইউপি নির্বাচনে বারবার পরাজিত প্রার্থী নজরুল ইসলাম (৪০)। নজরুল ইসলামের দুই স্ত্রী, তিন সন্তান রয়েছে।

 এ ঘটনায় ছানোয়ার হোসেন দুদু ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে স্ত্রী শরিফা খাতুন ও পরকীয়া প্রেমিক নজরুল ইসলামের নামে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জানা যায়, শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শেখের ছেলে ছানোয়ার হোসেন দুদু গত ২০ বছর আগে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের গোলাই ফকিরের মেয়ে শরিফা খাতুন (৩৬) এর সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসার জীবনে সাগর (১৮) নামে একটি পুত্র সন্তান রয়েছে। জীবন জীবিকার তাগিদে দুদু স্ত্রী-সন্তানকে নিয়ে মির্জাপুর ইউনিয়নের কুর্নিঘাট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন।

দুদুর চাচাতো ছোটভাই নজরুল ইসলাম এই ভাড়া বাড়িতে আসা যাওয়ার সুবাদে ১ সন্তানের জননী শরীফা খাতুনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত ২৬ ডিসেম্বর দুদুর স্ত্রী শরিফা খাতুন স্বামীর জমানো ১ লক্ষ টাকা নিয়ে পরকিয়ার টানে দেবর নজরুল ইসলামের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com