বগুড়ার শেরপুরে এই প্রথম ব্যতিক্রমী উদ্যোগ
নিজস্ব খামারে উৎপাদিত দুধ থেকে দইয়ের শো-রুম উদ্বোধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
|
গুণগত মান, স্বাদ ও সঠিক ওজন-ই আমাদের ব্যবসার লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে নিজস্ব খামারে উৎপাদিত দুধ দিয়ে নিজস্ব কারখানায় তৈরি দই এর শো-রুম এস এম এ দধি ভান্ডার এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শেরপুর ঢাকা বাসস্ট্যান্ডে স্থাপিত এই শো-রুমের শুভ উদ্বোধন করা হয়। এস এম এ দধি ভান্ডার ও এস এম এ অর্গানিক এগ্রো ফার্ম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সৈয়দা মিনারা আহমেদের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রায়হান পিএএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ৪০, ( বগুড়া-৫) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ইন্টার্ন ডাক্তার মোঃ তাওহিদুল ইসলাম সুমনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, ফুলবাড়ি হামিদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আবুল কাশেম মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামিম ইফতেখার, আবু তালেব আকন্দ প্রমুখ। এস এম এ দধি ভান্ডার ও এস এম এ অর্গানিক এগ্রো ফার্ম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সৈয়দা মিনারা আহমেদ বলেন, শেরপুর উপজেলায় নিজস্ব খামার থেকে উৎপাদিত দুধের দইয়ের শো-রুম এই প্রথম। আমরা গ্রাহকদের চাহিদানুযায়ী এই পদক্ষেপ নিয়েছি। তাছাড়া, দইয়ের ব্যবসায় মাটির পাত্রে দেয়া দইয়ে সঠিক ওজন খুব কমই পাওয়া যায়। এ ধারা থেকে বেরিয়ে এসে এস এম এ দধি ভান্ডার গ্রাহকদের গুণগত মান, স্বাদ ও সঠিক ওজনের দই সরবরাহ করতে বদ্ধপরিকর। ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |