মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাবিবুর রহমান
ডেল্টা টাইমস ডেস্ক :
|
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিবুর রহমান। তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জজনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আগের মহাপরিচালক কে এম রুহুল আমিনের চাকরির বয়স শেষ হওয়ায় অবসরে যাচ্ছেন। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। বৃহস্পতিবার বিকেল থেকে তাকে অবমুক্ত করা হয়। এরপর বিকেলেই হাবিবুর রহমানকে মহাপরিচালকের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করলো জনপ্রশাসন মন্ত্রণালয়। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |