রোববার ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১

কমরেড মনি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৯:৩২ এএম | অনলাইন সংস্করণ

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকী শনিবার। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

স্বাধীনতা পুরস্কার পাওয়া মুক্তিযুদ্ধের এই সংগঠক ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর ৮৪ বছর বয়সে মারা যান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করে পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে বলেন, মনি সিংহ ছিলেন উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলনের পথিকৃত।

তিনি আরও বলেন, সারা জীবন তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সংগ্রাম ও মেহনতি জনগণের অধিকার প্রতিষ্ঠার অভিযানসহ সকল আন্দোলন-সংগ্রামে জড়িত ছিলেন।

মুক্তিযুদ্ধে মনি সিংহের ভূমিকার কথা স্মরণ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার সম্পর্ক ছিল খুব গভীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, কমরেড মনি সিং মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রেখেছিলেন। তিনি বলেন, প্রয়াত এই নেতা যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কমরেড মনি সিংয়ের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।

শেখ হাসিনা বলেন, মনি সিংয়ের সংগ্রামী জীবন তরুণদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে চিরকাল।

বর্ষীয়ান এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বিভিন্ন সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে।

ডেল্টা টাইমস্/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com