সৌদির ক্লাব আল নাসরে যোগ দিলেন রোনালদো
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১০:০৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবের ক্লাব আল নাসরেতে যোগ দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন বছরের শুরুতেই মৌসুমে সবচেয়ে বড় চুক্তিতে রিয়াদের ক্লাবটিতে যোগ দিবেন তিনি।

বিবিসি জানিয়েছে, দুই বছরের চুক্তিতে ২০২৫ সাল পর্যন্ত সৌদি আরবের ক্লাবটির হয়ে খেলবেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর পর্তুগাল অধিনায়ক ফ্রি এজেন্টে যোগ দিচ্ছেন। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বেতন পাবেন রোনালদো। প্রতি বছর তাকে ১৭৭ মিলিয়নের বেশি ইউরো পাবে ক্লাবটি থেকে।

এর আগে মার্কা জানিয়েছিল, মোট সাত বছরের চুক্তিতে থাকবেন রোনালদো। দুই বছর থাকবেন খেলোয়াড়ের ভূমিকায়। বাকিটা সময়ে পালন করবেন অ্যাম্বাসেডরের ভূমিকা। এছাড়াও অ্যাম্বাসেডর হিসেবে ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজন হওয়ার দৌড়ে সৌদি আরবকে সহায়তা করবেন রোনালদো।

এর আগে সৌদির আরেক ক্লাব, আল হিলাল ৩০৫ মিলিয়ন ইউরোতে রোনালদোকে দলে ভেড়াতে চেয়েছিল। সে সময় ক্লাবটির প্রস্তাব প্রত্যাখান করেন তিনি। কারণ রোনালদো তখন ম্যানচেস্টার ইউনাইটেডে খুশি ছিলেন।

সৌদি গেজেট জানিয়েছে, সব কিছু কাগজে-কলমে কনফার্ম করতে সৌদি ক্লাবটির প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টর বুধবার মাদ্রিদে যান এবং শুক্রবার বিকেলে এই চুক্তিতে সই করেন। শনিবার (৩১ ডিসেম্বর) রোনালদোকে নিয়ে রিয়াদে ফিরবেন তারা। নতুন বছরের প্রথম দিনই (১ জানুয়ারি) ক্লাবটির হয়ে মাঠে নামতে পারেন রোনালদো।

এর আগে কাতার বিশ্বকাপ চলাকালীন নভেম্বর রোনালদোর সঙ্গে কথা চালায় ক্লাবটি।

ডেল্টা টাইমস্/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com