রোববার ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১

জামায়াতের নেতাকর্মীদের বিন্দুমাত্র ছাড় নয়: ডিএমপি কমিশনার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ২:০৩ পিএম | অনলাইন সংস্করণ

.

.

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জামায়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের অতীত নৈরাজ্য ফিরে আসতে দেওয়া হবে না। তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।  

শনিবার (৩১ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ হাসপাতালে জামায়াতের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। বেলা ১২১টার পর তিনি হাসপাতালে যান।

তিনি বলেন, শুক্রবার জামায়াত বিচ্ছিন্নভাবে মিছিল বের করে মৌচাকে এসে পুলিশের ওপর হামলা করে। এতে ১০ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন ভর্তি আছেন ৯ জন, অন্যজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এদিকে, পুলিশের ওপর হামলা করায় এখন পর্যন্ত জামায়াতের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে চলছে এই অভিযান। এটি চলমান থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াত কোনো ধরনের অনুমতি না নিয়েই ওইদিন জুমার নামাজের পর মালিবাগে মিছিল করে। এতে পুলিশ বাধা দিলে তারা আক্রমণ করে। মিছিল থেকে ব্যারিকেড ভেঙে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেল্টা টাইমস্/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com