ভালো প্রতিবেশী সম্পর্ক মানেই সন্ত্রাসবাদকে মেনে নেয়া নয়: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক :
|
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে কটাক্ষ করে বলেছেন, সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভারতকে জোর করে ‘আলোচনার টেবিলে’ আনা যাবে না। সাইপ্রাসে ভারতীয় প্রবাসীদের সাথে আলাপচারিতার সময় সরাসরি পাকিস্তানের নাম না নিয়ে জয়শঙ্কর বলেন, ‘আমরা কখনই সন্ত্রাসবাদকে আমাদের আলোচনার টেবিলের লক্ষ্যবস্তু করবো না। আমরা সবার সঙ্গে ভালো প্রতিবেশীর সম্পর্ক চাই। কিন্তু ভালো প্রতিবেশী সম্পর্কই মানেই অজুহাত দেখানো বা সন্ত্রাসবাদকে যৌক্তিক করা নয়। তিনি আরো যোগ করে বলেন, ‘দ্বিতীয়টি অবশ্যই আমাদের সীমান্ত নিয়ে। সীমান্তে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। কভিডের সময় থেকে সীমান্তে এই সমস্যাগুলো আরো তীব্র হয়েছে। আপনারা সবাই জানেন, আজ চীনের সাথে আমাদের সম্পর্কের অবস্থা স্বাভাবিক নয়। কারণ আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) একতরফাভাবে পরিবর্তন করার কোনো ধরনের প্রচেষ্টায় রাজি হবো না। তাই পররাষ্ট্র নীতির দিক থেকে এবং জাতীয় সুরক্ষার দিক থেকে আমি আপনাদের সঙ্গে বৈদেশিক নীতির দৃঢ়তার একটি ছবি তুলে করতে পারি। ’ এস জয়শঙ্কর বলেন, ভারতকে একটি শক্তিশালী অর্থনীতির দেশ এবং একটি স্বাধীন দেশ হিসাবে দেখা হয়। ভারত সাইপ্রাসের সাথে তিনটি চুক্তি নিয়ে আলোচনা করছে। প্রতিরক্ষা অপারেশন সহযোগিতা, উভয় দেশের জনগণের আইনি চলাচলের সুবিধার্থে অভিবাসন ও গতিশীলতা চুক্তি এবং আন্তর্জাতিক সৌর জোটের চুক্তি নিয়ে আলোচনা হয়। সূত্র: এনডিটিভি ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |