বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত সোমবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে বিসিবি নিশ্চিত করে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর। সিরিজ খেলতে আগামী ১২ মার্চ বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ১৫ মার্চ একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে দুদল। এরপর ১৮ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মূল সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে আগামী ২০ ও ২৩ মার্চ। সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ওয়ানডে শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬, ২৮ ও ৩০ মার্চ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ এপ্রিল। এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট খেলেনি টাইগাররা। আইরিশদের বিপক্ষে ওয়ানডেতে ৭ জয়ের বিপরীতে ২ হার ও টি-টোয়েন্টিতে ৩ জয়ের বিপরীতে একটি হার আছে বাংলাদেশের। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সফর করেছিল আয়ারল্যান্ড। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |